editor.mrrjournal@gmail.com +91-9650568176 E-ISSN: 2584-184X

MRR Journal

Abstract

Indian Journal of Modern Research and Reviews, 2025;3(3):11-14

ম্যাকিয়াভেলির রাষ্ট্র ক্ষমতার তত্ব

Author :

Abstract

ম্যাকিয়াভেলি হলেন আধুনিক রাষ্ট্র চিন্তার জনক। তাঁর খ্যাতি রাষ্ট্র ক্ষমতার রূপকার হিসাবেও। ম্যাকয়াভেলি ফ্লোরেন্সের রাজ শাসক মেডিসির উদ্দেশ্যে তাঁর  The Prince গ্রন্থে রাষ্ট্র ক্ষমতার ধারনা তুলে ধরেছিলেন। তাঁর রাষ্ট্র সংক্রান্ত ধারণার মূল বিষয় ছিল ক্ষমতা। একজন শাসক কিভাবে তার সম্রাজ্যকে সুরক্ষিত রাখবেন , সম্রাজ্য পরিচালনার জন্য কোন কোন নীতি ও পদ্ধতি অবলম্বন করবেন, সেই সমস্ত বিষয় তিনি তুলে ধরেছিলেন তাঁর  The Prince গ্রন্থে। সমগ্র ইতালিকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার জন্য তার রাষ্ট্রক্ষমতার ধারণার উপস্থাপন করা। ম্যাকিয়াভেলি প্রজাতন্ত্র ও রাজতন্ত্রের মধ্যে ইতালির ক্ষেত্রে রাজতন্ত্রকেই সমর্থন করেছিলেন। কারণ তার সময়ের প্রেক্ষিতে ক্ষুদ্র ক্ষুদ্র নগর-রাষ্ট্রে খন্ডিত ইতালিকে ঐক্যবদ্ধ করার জন্য রাজতন্ত্রকেই তার অধিক গ্রহণযোগ্য বলে মনে হয়েছিল। ম্যাকিয়াভেলির মতে, উদ্দেশ্য অর্জনের জন্য যেকোনো পথ অবলম্বন করা যেতে পারে, তা দোষের নয়। একজন শাসক নতুন ভূখণ্ড দখল করলে তার কাজ হবে সেখানে প্রতিনিধি প্রেরণ করা। ফলে সমস্ত খোঁজখবর শাসকের দৃষ্টি গোচর হবে। রাজশাসনের ক্ষেত্রে শাসক কে নৈতিকতা বর্জন করতে হবে, কারণ প্রজারা স্বার্থপর, লোভী, কাপুরুষ। তাঁর মতে, প্রজাদের থেকে নিঃশর্ত আনুগত্য পাওয়ার জন্য এবং আধিপত্য বজায় রাখার জন্য শাসক মানবিকতা ভুলে গিয়ে যে কোন পাপ কাজে লিপ্ত হতে পারেন। শাসককে ম্যাকিয়াভেলি আত্মনির্ভর হতে বলেছেন. এবং তা সম্ভব নিজ গুণাবলী ও যোগ্যতার উপর। রাজ্যের সুরক্ষা ও স্থায়িত্বের জন্য শাসক কে সমগ্র পদ্ধতি অবলম্বন করতে হবে। সাম্রাজ্যের সুরক্ষার স্বার্থে ম্যাকিয়াভেলি প্রশাসকদের উপর অধিক নির্ভরতা না করার কথা বলেছেন। কারণ এই প্রশাসকেরাই রাজার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে উৎখাত করে দিতে পারেন। এছাড়াও তিনি শক্তিশালী রাষ্ট্রের জন্য দুটি বিষয়ের উল্লেখ করেছিলেন। একটি হলো আইন অন্যটি হলো সামরিক শক্তি। তাঁর মতে, সামরিক শক্তির উপর নির্ভর করেই রাষ্ট্রের মধ্যে ভালো আইন প্রণয়ন করা সম্ভব হবে, এছাড়াও শাসককে হতে হবে সিংহ ও শৃগালের ন্যায় শক্তিশালী ও বুদ্ধিমান। ম্যাকিয়াভেলি শাসককে পরামর্শ দিয়েছেন যে, কোন প্রকারে প্রজাদের সম্পত্তি কেড়ে না নিতে।কারণ সম্পত্তি হারানোর দুঃখ তারা ভুলতে পারে না। শাসক কে নারী সুলভ কোমলতা, হীনমন্যতা,চঞ্চল মানসিকতা পরিত্যাগ করতে হবে এবং সাম্রাজ্য পরিচালনার ক্ষেত্রে মন্ত্রী পরিষদের পরামর্শ শুনে শাসক নিজে সিদ্ধান্ত গ্রহণ করবেন। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার রাষ্ট্রক্ষমতার তত্ত্ব বহু পুরানো হলেও বর্তমান একবিংশ শতাব্দীতে তা খুবই প্রাসঙ্গিক ও অর্থবহ।

Keywords

ম্যাকিয়াভেলি, রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র চিন্তা, প্রজা, ইতালি, ক্ষমতাশালী, চাতুরি, স্থায়িত্ব।